ড্রাকুলা বাই ব্রাম স্টোকার



ইংলিশ সাহিত্যিক ব্রাম স্টোকার ১৮৯৭ সালে ড্রাকুলা লিখে রাতারাতি বিখ্যাত হয়ে যান। বিখ্যাত ড্রাকুলা গল্পটি বাংলায় অনুবাদ করা হয়েছে এই এপে।

গল্পের সারসংক্ষেপঃ

ইংল্যাণ্ডের উদ্দেশে যাত্রা শুরু করেছিল মালবাহী রাশিয়ান জাহাজ ডেমিটার। দিন কয়েক যেতে না যেতেই নাবিকদের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক। সবাই বুঝতে পারছে এই জাহাজে ভয়ানক কোন কিছুর অস্তিত্ব আছে। কিন্তু সেটা যে কী তা কেউ জানে না। জাহাজ থেকে একে একে নিখোঁজ হতে শুরু করল নাবিকরা। মৃত্যুর আগে জাহাজের ক্যাপ্টেন বুঝতে পারলেন তারা জাহাজে করে বয়ে নিয়ে চলেছেন ভয়াল এক পিশাচকে। এভাবেই লণ্ডন শহরে এসে হাজির হলো কিংবদন্তীর রক্তলোভী পিশাচ কাউন্ট ড্রাকুলা। শহরজুড়ে ঘটতে শুরু করল গা শিউরানো সব ঘটনা।

Google Play Store App Link:

Comments

Popular posts from this blog

Privacy Policy

জ্বীন জাতির ইতিহাস

শেক্সপিয়র রচনা সমগ্র